
সাফল্যের দুই দশক পেরিয়ে ২১ বছরে পদার্পণ করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বৈশাখী টিভি’। এ উপলক্ষে রাজশাহীতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
শনিবার দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকার একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজশাহীর বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশাখী টিভি দীর্ঘ সময় ধরে গ্রাম-বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে দর্শকদের মনের খোরাক জুগিয়ে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন প্রচারের মাধ্যমে চ্যানেলটি এরই মধ্যে জনআস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বৈশাখী টিভির সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছে।
আলোচনা সভায় বক্তারা আরও উল্লেখ করেন, টেলিভিশনটির সাপ্তাহিক ইসলামি ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দর্শকদের জ্ঞান অন্বেষণে সহায়তা করছে। পাশাপাশি ফোক গান ও সুস্থ বিনোদনের মাধ্যমে এটি দেশীয় সংস্কৃতির প্রসারে কাজ করে যাচ্ছে। বক্তারা আশা প্রকাশ করেন, ২১ বছরে পদার্পণের মাধ্যমে বৈশাখী টিভির পথচলা আরও মসৃণ হবে এবং তারা সবসময় সত্যের পক্ষে অবিচল থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. নাজীব ওয়াদুদ, আরইউজের বর্তমান সভাপতি ও নয়াদিগন্তের ব্যুরো চিফ মুহা. আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বপন।
আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন, সাধারণ সম্পাদক মারুফ হাসান মিশন, বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর যুববিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন






































