
গাজী হাবিব, সাতক্ষীরা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরা সফর করবেন। এ উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে দলটির সাতক্ষীরা কার্যালয় আল আমিন ট্রাস্টের হলরুমে সংবাদ সম্মেলন করেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ২৭ জানুয়ারি বেলা ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান
সাতক্ষীরা শহরের আমতলায় বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় জেলাবাসির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সেখানে জেলার চারটি আসনের জামায়াত প্রার্থীগণ উপস্থিত থাকবেন। জনসভা সফল করতে নেতাকর্মী, প্রশাসনসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন জেলা আমীর।
সংবাদ সম্মেলনকালে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





























