
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
৪৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দুই তরুণ-তরুণী নিজেদের মেধা ও অধ্যবসায়ে অর্জন করেছেন অনন্য সাফল্য। এই অর্জনে পুরো এলাকায় নেমেছে আনন্দের জোয়ার, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অভিনন্দনের বন্যা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থী খাদিজা আক্তার হয়েছেন দেশের সর্বকনিষ্ঠ ক্যাডার। অনার্সের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই বিসিএসে উত্তীর্ণ হয়ে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। খাদিজা মধ্যনগর গ্রামের মরহুম আব্দুল আজিজ ও হাজেরা বেগম দম্পতির একমাত্র কন্যা। তিনি মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
অন্যদিকে, মধ্যনগরেরই আরেক কৃতী শিক্ষার্থী মো. অলি উল্লাহ দেশের গণিত ক্যাডারে প্রথম স্থান অর্জন করে এলাকাকে গর্বিত করেছেন। তিনি উপজেলার বংশীকুন্ডা গ্রামের মো. আব্দুল হেকিম ও হাজেরা খাতুন দম্পতির একমাত্র পুত্র। বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি।
খাদিজা আক্তার আজকের পত্রিকার প্রতিনিধি কে বলেন,আমি খুবই খুশি বুঝানোর মতো না।আমি আল্লাহর রহমত ও মায়ার দোয়ায় এ পর্যন্ত এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন।
মো: অলি উল্লাহ বলেন,অনুভূতি বলে শেষ করা যাবেনা। আমার ফ্যামিলি ও আমি খুব খুশি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।এলাকাবাসীর কাছে দোয়া চাই।
দুই মেধাবীর এ অনন্য সাফল্যে শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতি ভালোবাসা, শুভেচ্ছা ও গর্ব প্রকাশে ভরে উঠেছে নিউজফিড। মধ্যনগরের এই দুই তরুণের অর্জন প্রমাণ করেছে, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে যেকোনো স্বপ্নই পূরণ করা সম্ভব।





























