
বিশেষ প্রতিনিধিঃ
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক প্রতিমন্ত্রী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে সোনারগাঁও থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অধ্যাপক মোঃ রেজাউল করিম তিনি বিশাল র্যালি নিয়ে শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন, পরে ফাতেহা শরীফ পাঠ করে দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ফারুক আহমেদ তপন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম, সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াছিন নোবেল, যুগ্ন আহবায়ক আশরাফ মোল্লা, পৌরসভা বিএনপির সহ সভাপতি পনির হোসেন, সাহাদাত প্রধান, রফিকুল আলম, নজরুল ইসলাম বাবু, মফিজুল ইসলাম , দেলোয়ার হোসেন দুলু সহ বিএনপির ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।





























