
প্রতীক্ষার অবসান শেষে নাটক “খুশি” আসছে আগামীকাল দুপুর ২টায়। নির্মাতা মারুফ হোসেন সজীবের পরিচালনায় এই নাটকে জুটি বেঁধেছেন সময়ের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও তানজিন তিশা। দর্শকমহলে যাদের রসায়ন বরাবরই প্রশংসিত, এবার তারা আসছেন আরও এক নতুন গল্প নিয়ে।
প্রথমে সিদ্ধান্ত ছিল ঈদের দ্বিতীয় দিনেই ‘খুশি’ মুক্তি পাবে। কিন্তু ঈদের অন্যান্য কাজের প্রত্যাশিত ভিউ না হওয়ায় কিছুটা কৌশলগত সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। ফলে নাটকটির মুক্তি কয়েক দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়।
তবে দর্শকদের টানা অনুরোধ আর আগ্রহ বিবেচনায় অবশেষে নাটকটি প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জি-সিরিজ কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের ভালোবাসা ও প্রতীক্ষার প্রতি সম্মান রেখেই আগামীকাল নাটকটি প্রকাশ করা হচ্ছে।
ইতিমধ্যে ‘খুশি’র ট্রেলার এবং প্রোমো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। অনেকে নাটকটির গল্প, সংলাপ ও অভিনয় নিয়ে নানা রকম অনুমান করছেন। বিশেষ করে ইয়াশ-তিশা জুটির রসায়ন ঘিরে রয়েছে বাড়তি কৌতূহল।
সোমবার দুপুর ২টার পর থেকেই নাটকপ্রেমীদের অপেক্ষা শেষ হবে। ‘খুশি’ তাদের সত্যিই কতটা খুশি করতে পারে—তা দেখার।







































