
মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ
আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে বাংলাদেশ
জামায়াত ইসলামী আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রার্থী ডঃ সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছূম ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা,
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ আঞ্চলিয় মুখ্য সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট শাহজাহান প্রমুখ বক্তব্য রাখবেন।
জামায়াত আমিরের আগমন ও জনসভাকে সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে লাকসাম-মনোহরগঞ্জ আসনের প্রধান নির্বাচনী অফিসে স্থানীয় গনমাধ্যম কর্মীদের নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সাল, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সাহাবুদ্দিন হায়দার, লাকসাম পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার শাহ আলম।
প্রেস ব্রিফিংয়ে জানা যায়, আগামীকাল শুক্রবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রায় লক্ষাধিক লোকের সমাগমের প্রস্তুতি রয়েছে।
জনসভা শান্তিপূর্ণ ও সফল করতে লাকসাম স্টেডিয়াম এলাকার আশপাশের ভবনগুলোকেও নিরাপত্তার আওতায় আনা হবে।
ইতোমধ্যে জনসভার মঞ্চ তৈরি করাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।






























