
বিয়ে, সন্তান জন্মদান, রাজনীতি, সবশেষ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া- এসব কারণে সিনেমা জগতে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে এবার সব ছেড়ে নিজের কাজে মন দিয়েছেন তিনি। সেই সঙ্গে মাহিকে দেখা যাচ্ছে স্টেজ পারফর্ম করতেও।
সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহি। এদিন মঞ্চে পারফর্ম করার আগে উপস্থিত দর্শকদের মাহি প্রশ্ন করেন, আপনারা সবাই কি আমাকে চেনেন? কি নাম আমার?
তখন কেউ কেউ ট্রাক ট্রাক বলে চিৎকার করতে থাকেন। পরে মজার ছলে মাহি বলেন, ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। আজকে এখানে এসেছি শুধুমাত্র ট্রাক মার্কার জন্য।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।







































