
মোঃ এনামুল হক তালা,সাতক্ষীরা সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় তালা বি.দে. সরকারি উচ্চ বিদ্যালয় পুরাতন ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় ও মাওলানা ইদ্রিস আলীর সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ১ (তালা - কলারোয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়াত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( জকসু) এ.জি. এস মাসুদ রানা, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাষ্টার আমিনুর রহমান, ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা কবিরুল ইসলাম প্রমুখ। জনার্কীর্ণ এই জনসমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ, বিএনপি কিংবা অন্য কেনো দল আমার শত্রু নয়। চাঁদাবাজরাই আমার প্রধান শত্রু। চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জন্য আপনাদেরকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।





























