
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা পানের বরজে প্রবেশ করে শত শত পানের লতা কেটে দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় পানচাষি স্বপন মৃধা। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে।
ক্ষতিগ্রস্ত স্বপন মৃধা জানান, দীর্ঘদিন ধরে তিনি পানের চাষ করছেন। ওই বরজে প্রায় ২০ শতাংশ জমিতে পানের লতা ছিল। প্রতিদিন নিয়মিত পানি দেওয়া, সার প্রয়োগ ও পরিচর্যা করতেন। সোমবার রাতে দুর্বৃত্তরা তার বরজে প্রবেশ করে লতা কেটে নষ্ট করে দেয়। সকালে বরজে গিয়ে তিনি দেখতে পান প্রায় তিন ভাগের দুই ভাগ লতা কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। এতে তিনি অন্তত এক লাখ টাকারও বেশি ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন।
তিনি আরও বলেন, “এটা আমার জীবিকার একমাত্র উৎস। রাতের অন্ধকারে কারা এমন কাজ করল বুঝতে পারছি না। হঠাৎ সব শেষ হয়ে গেল।”
স্থানীয় বাসিন্দা নাহিদ ইসলাম বলেন, “ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পুরো বরজের বেশিরভাগ লতা কেটে ফেলা হয়েছে। এমন নৃশংসতা আগে দেখিনি।
এ ঘটনায় এলাকায় চাষিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা বলছেন, এভাবে পানের বরজে হামলা হলে অন্য চাষিরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন তারা।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “এ ধরনের কোনো লিখিত অভিযোগ আমরা এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, বরগুনার আমতলী উপজেলার কুকুয়া, চাওড়া ও গুলিশাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পরিবার পানের চাষের ওপর নির্ভরশীল। পানের বরজ ধ্বংসের এমন ঘটনা স্থানীয় কৃষকদের জীবিকা অনিশ্চিত করে তুলছে বলে জানান স্থানীয়রা।




























