
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়া উপজেলার আমতৈল গ্রামে আমতৈল জুনিয়র ফুটবল একাদশ আয়োজিত মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬–এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মাঠে দর্শকের উপস্থিতিতে খেলাটি রঙিন উৎসবে রূপ নেয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব কুলাউড়া উপজেলা প্রতিনিধি জনাব নাজমুল ইসলাম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের সঠিক পথ দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আব্দুল মুহিত বাবলু।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। তরুণরা মাঠে থাকলে সমাজে অশান্তি কমে, শান্তি বাড়ে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—দৈনিক আলোকিত সকাল কুলাউড়া প্রতিনিধি ও ব্যবসায়ী তানভীর আহমেদ কাওছার
ভুকশিমইল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সাহেদুর রহমান কিরণ কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জনাব শাহজাহান আলম নিউইয়র্ক আল ইসলাহ সহ-সাধারণ সম্পাদক পারভেজ সিদ্দিকী এলাকার অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শক দুই দলের খেলোয়াড়দের চমৎকার প্রতিদ্বন্দ্বিতায় ফাইনাল ম্যাচ অনুস্টিত হয় মাঠে দারুণ উত্তেজনা তৈরি করে।
বিজয়ী দল এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও ব্যক্তিগত পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে সুশিক্ষা ও শৃঙ্খলার পথে রাখেফুটবলসহ খেলাধুলা কুলাউড়ার ঐতিহ্য প্রতিটি গ্রামে খেলাধুলার চর্চা ফিরিয়ে আনার আহ্বান অনুষ্ঠান শেষে আয়োজক কমিটি আগামীতে আরও বড় পরিসরে আন্তঃইউনিয় টুর্নামেন্ট আয়োজনের ঘোষনা দেন।





























