
বিশেষ প্রতিনিধি:
দেশের সর্ববৃহৎ দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারি এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক শুক্রবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের সময় চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.......রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ১ স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। উল্লেখ্য যে, ১৯৮৯ সাল হতে তিনি আনজুমান ট্রাস্ট, জামেয়া ও গাউসিয়া কমিটি বাংলাদেশ'র খেদমত করে আসছিলেন।
তাঁর এই ইন্তেকালে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা/কর্মচারী গভীর শোক প্রকাশ করেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শনিবার বাদে আছর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।





























