
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা (পূর্বপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ফরহাদ হোসেন ইফতি (২৮)। তিনি আড়াইহাজার ডাকবাংলো সংলগ্ন এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরহাদকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফরহাদ ও তার সহযোগীরা ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
থানা পুলিশের তথ্যানুসারে, ফরহাদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, “অস্ত্রসহ ফরহাদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।”




























