
আড়াইহাজার উপজেলায় মাথাবিহীন এক অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী সাকিনস্থ চকের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মাথা বিচ্ছিন্ন করে লাশটি চকের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। তবে কী কারণে এবং কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশটি নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।




































