
আড়াইহাজারে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে লালুরকান্দির একটি তুলা তৈরির কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ধোঁয়া ওঠা দেখে তৎক্ষণাৎ সতর্ক করা হলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
কারখানার মালিক মো. সামাদ জানান, আগুনে তুলা, গার্মেন্টস ঝুট এবং তিনটি মেশিনসহ একটি মোটর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ অন্তত ১০ লাখ টাকার মতো হয়েছে।
তিনি বলেন, “আগুন শুরু হওয়ার সময় আমরা সঙ্গে সঙ্গে চেষ্টা করেছি, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো কারখানার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”
স্থানীয়রা জানায়, সকালেই কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। তখন আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি দল ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সাহায্য করেছেন।
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যেহেতু কারখানার মেশিন পুড়ে গেছে, তাই ক্ষয়ক্ষতি বেশি।”
আড়াইহাজার ফায়ার স্টেশনের ইনচার্জ রবিউলও প্রাথমিকভাবে একই কারণের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, “ঝুটের গোডাউনের পাশেই তুলা তৈরির কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ হয়নি। তদন্ত শেষে তা পরবর্তীতে জানানো হবে।”





























