
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের নেতৃত্বে ১৬ নম্বর ওয়ার্ডের বাবুরাইল এলাকায় বুধবার ব্যাপক গণসংযোগ হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই কর্মসূচিকে ঘিরে এলাকায় ছিল উৎসবের মতো পরিবেশ। তরুণসহ নানা বয়সী মানুষের অংশগ্রহণে সড়কজুড়ে তৈরি হয় প্রাণচাঞ্চল্য।
গণসংযোগে অংশ নেন বিএনপির স্থানীয় ও মহানগর নেতারা। তারা ভোটারদের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাবনা ও নির্বাচনী প্রতিশ্রুতির লিফলেট তুলে দেন। পথে পথে প্রার্থীকে ঘিরে সমর্থকদের উপস্থিতি ও স্লোগানে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। অনেকেই প্রার্থীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, “আজ ১৬ নম্বর ওয়ার্ডে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের সঙ্গে ছিলেন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অভিভাবকসুলভ এক নেতা, যিনি শুধু নারায়ণগঞ্জে নয়, সারা দেশেই বিএনপির হয়ে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে মানুষের কাছে যেতে পেরে আমি গর্বিত।”
তিনি আরও বলেন, “আমরা মানুষকে বোঝাতে চেয়েছি যে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আজকের প্রতিক্রিয়া দেখে আমি খুবই আশাবাদী। মনে হচ্ছে, সামনে জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ইতিবাচক পরিবর্তন ঘটবে।”
গণসংযোগটি ১৬ নম্বর ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ঘুরে শেষে সমাপ্ত হয়। তরুণ ও প্রবীণ কর্মীদের উপস্থিতিতে এলাকায় ছিল উচ্ছ্বাসের আবহ। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, দীর্ঘদিন পর তারা এমন প্রাণবন্ত রাজনৈতিক কর্মসূচি প্রত্যক্ষ করলেন।
গণসংযোগে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু ও হাজী ফারুক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদল সভাপতি এনামুল খন্দকার স্বপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন মাসুদুজ্জামান। তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।





























