
ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজারে "শেরপুর জেলা কাঠ ও লাকড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির" শাখা উদ্বোধন করা হয়েছে।
২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে শেরপুর সদর উপজেলা শাখার কৃষক লীগের সভাপতি আল হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেরপুর জেলা কাঠ ও লাকড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আবু রাশেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন মেম্বার, সহ সভাপতি মোহাম্মদ আলাজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন, বাজিতখিলা ইউপি সদস্য রেজাউল করিম রুবেল, আব্দুল্লাহ আল ফারক, সেকান্দর আলী, শাহিন মিয়া সহ সংগঠনের সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন।





























