
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ২০ বছর বয়সী এক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তারা ট্রাক চালক বলে জানা যায়।
বুধবার (১৯ নভেম্বর) সকালে তাদেরকে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে পুলিশের কাছে সোপর্দ্য করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, মো.হাসান (১৮), রাজিব (২০), হানিফ (২০) ও সোহেল। এদের মধ্যে হাসান বগুড়ার সদরের মানিকচরের মিন্টু মিয়ার ছেলে, রাজিবন একই উপজেলার নামুজা গ্রামের পলাশের ছেলে, হানিফ একই জেলার শিবগঞ্জ থানার হরিপুর এলাকার মানিকের ছেলে ও সোহেল একই এলাকার চাদিনা দক্ষিণপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে।
জানা যায়, রাত রাত ১২টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দরের প্রথম গেইটে ওই নারীকে ধরে নিয়ে আসেন তারা। পরে তারা জোরপূর্বক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করতে থাকলে বন্দরের নিরাপত্তা প্রহরী তাদেরকে রাত ৩টার দিকে তাদের আটক করে। পরে তাদেরকে তেঁতুলিয়া মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ্য করে। এ ঘটনায় থানায় নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।





























