
ধুনট (বগুড়া) সংবাদদাতা
AWD (Alternate Wetting and Drying) পদ্ধতির বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ধানক্ষেতে গ্যাস চেম্বার স্থাপন ও গ্যাস স্যাম্পল সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় বগুড়ার ধুনট উপজেলার জোরশিমুল গ্রামে লিটন মেম্বারের ধানক্ষেতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)-এর সমন্বয়ে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের জলবায়ু বান্ধব কৃষি প্রকল্পের অপারেশন ম্যানেজার জনাব নাজমুল হোসেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)-এর সিনিয়র সায়েন্টিস্ট ড. মোজাম্মেল হক এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ মোহাম্মদ মাসুম।
BRRI-এর সিনিয়র সায়েন্টিস্ট ড. মোজাম্মেল হক বলেন, AWD (Alternate Wetting and Drying) হলো ধান চাষে ব্যবহৃত একটি আধুনিক ও পরিবেশবান্ধব সেচ ব্যবস্থাপনা পদ্ধতি। এই পদ্ধতিতে ধানক্ষেতকে সব সময় পানিতে ডুবিয়ে না রেখে পর্যায়ক্রমে ভিজানো ও শুকানো হয়। ফলে জমিতে মিথেনসহ ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়।
তিনি আরও বলেন, AWD পদ্ধতিতে অল্প সেচে অধিক ফলন পাওয়া সম্ভব হয় এবং দীর্ঘমেয়াদে মাটির স্বাস্থ্য ভালো থাকে। ধানক্ষেতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ পরিমাপ ও AWD পদ্ধতির প্রয়োগ পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই উদ্যোগের মাধ্যমে ধানক্ষেতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা নিরূপণ করা হবে এবং AWD পদ্ধতিভিত্তিক জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ গবেষণালব্ধ ফলাফল ভবিষ্যতে টেকসই ও পরিবেশবান্ধব ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





























