শিরোনাম
বুধবার ২৮ জানুয়ারি ২০২৬
বুধবার ২৮ জানুয়ারি ২০২৬

বাড়তে পারে মন্ত্রিসভার আকার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১১ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ১১ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়তে পারে। বর্তমান সরকারের মন্ত্রিসভায় ৪৩ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। তিন থেকে পাঁচজন বাড়িয়ে এ সংখ্যা ৪৮ সদস্য বিশিষ্ট করা হতে পারে।


সরকারদলীয় একাধিক সূত্র বলছে, জুন মাসের শেষের দিকে নতুন করে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নাম ঘোষণা করা হতে পারে।


সূত্র আরও জানায়, যেসব মন্ত্রণালয় প্রতিমন্ত্রী দিয়ে চালানো হচ্ছে, সেখানে একজনকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। বর্তমান মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী না থাকায় এবার মন্ত্রিসভার আকার বাড়লে এই পদে কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে।


চলতি বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী ছাড়া প্রথম ধাপে ৩৬ জনকে মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হয়। এরপর দ্বিতীয় ধাপে মার্চ মাসে আরও সাতজনকে প্রতিমন্ত্রী করা হয়। ফলে মন্ত্রিসভার আকার দাঁড়ায় ৪৩ জনে।


এদিকে নতুন করে কারা আসছেন মন্ত্রিসভায় এ নিয়ে দলের ভেতরে-বাইরে চলছে নানান আলোচনা। গতবারের মতো এবারের মন্ত্রিসভায়ও অনেক বেশি নতুনত্ব ও বৈচিত্র্য এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার শেখ হাসিনার নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠন করা হয়েছে, তাতে অর্ধেকের বেশি নতুন মুখ। ফলে অভিজ্ঞতার ঘাটতির অভিযোগও উঠেছে নতুনদের নিয়ে। তাই দক্ষ, অভিজ্ঞ বিতর্কমুক্ত ব্যক্তিকে নতুন করে মন্ত্রিসভায় জায়গায় করে দেওয়া হবে বলে দলের ভেতর আলোচনা আছে।


টানা চতুর্থবারসহ পঞ্চমবারের মতো গত ১০ জানুয়ারি প্রধানমন্ত্রীসহ ২৯৮ জন নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। এর একদিন পরে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। এদিন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এরপর ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। মন্ত্রীদের মধ্যে টেকনোক্র্যাট হিসেবে দুইজনকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।


গতবারের মতো এবারও আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় এখনো পর্যন্ত সবাই দলের। শরিক দলের কাউকে মন্ত্রিসভায় রাখা হয়নি। বর্তমান সরকারের মন্ত্রিসভায় জায়গা হয়নি গত মন্ত্রিসভার ১৫ জন মন্ত্রী ও ১৩ জন প্রতিমন্ত্রীর।


আলোচনায় আছে বর্তমান মন্ত্রিসভায় নতুন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একজনকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এই পদে দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে আলোচনায় আছেন আওয়ামী লীগের একজন সভাপতিমণ্ডলীর সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক। এরা দুইজনই দলের হয়ে এমপি নির্বাচিত হয়েছেন।


এছাড়া আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদককে উপমন্ত্রী করা হতে পারে। তিনি এবারই প্রথম এমপি নির্বাচিত হয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন কুমিল্লার একজন এমপি। পানিসম্পদ মন্ত্রণালয়ে একজনকে দায়িত্ব দেওয়া হতে পারে।


শেখ হাসিনার নেতৃত্বাধীন গত সরকারে (টেকনোক্র্যাট) মন্ত্রী ছিলেন তিনজন, তাদের মধ্যে একজনকে এবারও সরকারে রাখা হয়েছে। এর বাইরে টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রীর দায়িত্বে এসেছেন আরও একজন। তাই নতুন করে মন্ত্রিসভার আকার বাড়লে আরও একজন টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।


এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শরিক জোট আসন পেয়েছে দুটি। গতবারের শরিক দলের কাউকে মন্ত্রিসভায় রাখেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এবার শরিকদের মধ্যে এমপি হওয়া দুইজনের মধ্যে একজনকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে।


মন্ত্রিসভা সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারকে এগিয়ে নিতে মন্ত্রিসভাকে আরও বড় করা হতে পারে। এ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিলেই নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।


পানি সম্পদ মন্ত্রণালয়ে একজনকে নতুন করে দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া কিছু মন্ত্রণালয় আছে সেখানে উপমন্ত্রী ও প্রতিমন্ত্রী দেওয়া হতে পারে। গতবার যেসব প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ছিলেন তাদের মধ্যে যাদের কাজের পারফরম্যান্স ভালো তাদেরকে নতুন করে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে।


আরও খবর




বিএডিসিতে অনিয়ম-দুর্নীতির পাহাড়, নেপথ্যে ‘প্রভাবশালী’ সিবিএ নেতা হারুন

ফতুল্লায় আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেপ্তার

আর বিভাজনের রাজনীতি করতে চাই না: জামায়াত আমির

নির্বাচন ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক নিরাপত্তা বাহিনী

ভোটে যত চ্যালেঞ্জ

বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

নির্বাচনি মাঠে প্রতিশ্রুতি ও পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

নিম্নআয়ের মানুষের ​স্থায়ী পুনর্বাসন করার অঙ্গীকার আমিনুল হকের

এনজিওগুলোর মতো, না রাজনৈতিক সরকারের মতো কাজ করছি বুঝছি না

নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

নিয়োগ সুপারিশ পেলেন সাড়ে ১১ হাজার প্রার্থী, খালি থাকছে এমপিওভুক্ত শিক্ষকের অর্ধলক্ষাধিক পদ

গভীর সংকটে বস্ত্রখাত: অদৃশ্য ইশারায় প্রত্যাহার হচ্ছে না বন্ড সুবিধা

দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর

ব্যবসায়ীর চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা

খালেদা জিয়া মারা গেছেন

জামালগঞ্জে ডেবিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার

সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

ঘাটাইলে শীতে খেজুর রস খেয়ে তৃপ্তি পাচ্ছে রসপ্রেমীরা

আখাউড়ায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপির এমপি প্রার্থী কবির আহমেদ

মনোনয়ন বৈধ হলেও ধোঁয়াশা: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনা

সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেলাল হোসেন শামীম

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসি মালিককে জরিমানা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের শোক

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

শিকারীদের জন্য সতর্কবার্তা: টাঙ্গুয়ার হাওরে তিনজন আটক

নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের কমিটি অনুমোদন

চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলন


এই সম্পর্কিত আরও খবর

নির্বাচন ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক নিরাপত্তা বাহিনী

নির্বাচনি মাঠে প্রতিশ্রুতি ও পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

নিম্নআয়ের মানুষের ​স্থায়ী পুনর্বাসন করার অঙ্গীকার আমিনুল হকের

এনজিওগুলোর মতো, না রাজনৈতিক সরকারের মতো কাজ করছি বুঝছি না

নিয়োগ সুপারিশ পেলেন সাড়ে ১১ হাজার প্রার্থী, খালি থাকছে এমপিওভুক্ত শিক্ষকের অর্ধলক্ষাধিক পদ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান