
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জের বাজিতপুরে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার পৌরশহরের মোরগমহলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের পুত্র মোস্তাফিজুর রহমান মামুনের উদ্যোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়াকে দেশপ্রেমিক ও আপোষহীন নেত্রী হিসেবে উল্লেখ করে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।দোয়া মাহফিলে তরুণ বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এদেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আশ্রয়স্থল ছিলেন। দেশ ও জনগণের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। তার জীবন ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।এ সময় উপস্থিত লোকজন আবেগঘন পরিবেশে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করেন।





























