
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মধ্যনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) মধ্যনগর উপজেলা ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর তাৎক্ষণিক জরুরি কাজে অন্যত্র যেতে হওয়ায় তিনি সরাসরি উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ধর্মপাশা উপজেলা শাখার ওলামা দলের নেতা হাফিজ তৌফিক আহমেদ ও হাফেজ জুবায়ের আহমদ।মিলাদ ও দোয়া মাহফিলে মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান এবং দেশ ও জাতির জন্য তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।শেষে বিশেষ মোনাজাতে মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।





























