
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বোয়ালখালী বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বোয়ালখালী পৌরসভা বিএনপি'র সাবেক সদস্য হাজী মুসা'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমদ খান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপি'র সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরী, সাবেক যুগ্ন আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক সহ সভাপতি কামাল উদ্দিন, পৌরসভা বিএনপি'র সাবেক সদস্য আবু আক্তার, পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক, পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক কফিল উদ্দিন সহ অসংখ্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ "বক্তৃতায় সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। অতিথিবৃন্দ বলেন, ৩০ ডিসেম্বর জাতির জন্য নেমে আসে গভীর শোকের ছায়া। বাংলাদেশ হারায় তাঁর প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জননী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তাঁর ইন্তেকালে শোকাহত হয় পুরো দেশ। দল-মত নির্বিশেষে মানুষ তাকে ভালোবাসতো। তাঁর জানাযায় লাখো মানুষের উপস্থিতিই তাঁর জ্বলন্ত প্রমাণ।"





























