
ইয়ার রহমান আনান,কক্সবাজার ব্যুরোকক্সবাজারের চকরিয়ায় সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ অবশেষে প্রমাণিত হয়েছে প্রশাসনের অভিযানে। ভোক্তাদের জিম্মি করে মুনাফালোভী ব্যবসার দায়ে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বাটাখালী ও স্বপ্নপুরী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেবের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, সরকারি নির্ধারিত দামের তোয়াক্কা না করে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল।এ সময় মো. সাইফুল ইসলাম ও সাইফুল নামের দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায়** দোষী সাব্যস্ত করে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যে প্রশাসনিক অভিযান হলেও জরিমানার অঙ্ক কম হওয়ায় অসাধু ব্যবসায়ীরা বারবার একই অপরাধে জড়িয়ে পড়ছে। এতে ভোক্তা সুরক্ষা কার্যকর হচ্ছে কি না—তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারি নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেন এবং জনস্বার্থবিরোধী অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান।





























