
আব্দুল গফুর, নন্দিগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে বেগবান করা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতাকর্মীদের আদর্শিকভাবে প্রস্তুত করা এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নন্দীগ্রামের মনসুর হোসেন ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. নবীর শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল বারী শামীম, বগুড়া জেলা ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ফয়সাল লাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শেহজাদ। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের প্রায় দুই শতাধিক ছাত্রদল নেতা-কর্মী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগের সৈনিক। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদলের নেতাকর্মীদের আরও সংগঠিত, সচেতন ও প্রশিক্ষিত হতে হবে। তারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়নের আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক।





























