
মনোয়ার শাজাহানপুর
বগুড়ার শাজাহানপুরে সোনাকানিয়া যুব সমাজের আয়োজনে “ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় স্থানীয় মাঠে অনুষ্ঠিত এই খেলায় ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ মতিন এবং সহ-সভাপতিত্ব করেন আড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রশিদ। সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা নাজিবুর রহমান।
খেলার প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ন্যাশনাল সীডস কোম্পানির চেয়ারম্যান শাহাদাত হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু।
মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের দক্ষতার প্রদর্শনী। খেলাধুলার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্রীড়াপ্রেমী দর্শকরা উপভোগ করেন এক উত্তেজনাপূর্ণ বিকেল।




























