
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে একটি দল বগুড়া সদর থানাধীন দক্ষিণ গোদারপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বগুড়া জেলার সদর থানাধীন গোদারপাড়া এলাকার আলম মন্ডলের ছেলে।
ডিএনসি জানায়, মাদক ব্যবসায়ী রফিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জানতে পারে রফিকুল তার বসত বাড়িতে মাদক বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে তার দেহ তল্লাশিকালে তার কাছে থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিএনসির টিম।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক নির্মূলে ডিএনসি বগুড়া জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ীরা যতই ঘাঁটি গেড়ে বসুক, আমরা তাদের আইনের মুখোমুখি আনবোই। গোপন তথ্যের ভিত্তিতে আজকের এই অভিযানে রফিকুলকে ইয়াবাসহ গ্রেফতার করা আমাদের ধারাবাহিক সফলতার অংশ।
মাদক একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ ধ্বংস করে। তাই যে কেউ মাদক ব্যবসায় যুক্ত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। বগুড়া জেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”
তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দাযের করা হয়েছে বলেও জানান তিনি।





























