
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় ৪০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে একটি দল সদর থানাধীন শশীবনদী পূর্বপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার সদর থানাধীন শশীবনদী পূর্বপাড়া এলাকার মৃত আফছার আলীর ছেলে সানজু মিয়া (৪৭)।
ডিএনসির জানায়, গ্রেফতারকৃত সানজু মিয়ার বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এলাকার অন্যান্য সম্ভাব্য মাদক উৎস চিহ্নিত করতে তদন্ত চলছে।
বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,“বগুড়াকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। টাপেন্টাডলসহ যেকোনো ধরনের মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীরা যেই হোক না কেন, কঠোর আইনের আওতায় আনা হবে। জনগণের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, টাপেন্টাডল নেশাজাতীয় মাদক হিসেবে অত্যন্ত ক্ষতিকর এবং এটি দ্রুত তরুণ সমাজকে বিপথে ঠেলে দেয়। এজন্য এর বিক্রি, সংগ্রহ ও ব্যবহার সম্পূর্ণ আইনবিরোধী।





























