
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় বায়তুল হক মসজিদের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি) জেলা কার্যালয় বগুড়ার আওতাধীন সান্তাহার এলাকায় অবস্থিত বায়তুল হক মসজিদের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক মো: হাসান মারুফ।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব মো: আলী আসলাম হোসেন।
সংস্কার প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাঃ জিললুর রহমান। তিনি বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে।”
তিনি আরো বলেন, শুধু মসজিদ নয়, সমাজ থেকে মাদকবিরোধী সব কাজে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
উদ্বোধন শেষে মসজিদে দেশের শান্তি, উন্নয়ন ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দোয়া করা হয়।
এসময় মহাপরিচালক হাসান মারুফ বলেন,“মাদকাসক্তি কেবল একজন মানুষকেই নয়, পুরো পরিবারকে ধ্বংস করে। আমরা যদি পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রশাসন সবাই একসঙ্গে কাজ করি, তাহলে বাংলাদেশ অবশ্যই মাদকমুক্ত হবে।”
স্থানীয় মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মসজিদটির অবস্থা নাজুক হয়ে পড়েছিল। এখন নতুন রূপে মসজিদ পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




























