
ধুনট (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ
বগুড়ার ধুনট–শেরপুর বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর একটি সামাজিক উদ্যোগে পবিত্র কুরআনুল কারীমের ক্বেরাত প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই প্রতিযোগিতায় কুরআনের সুমধুর তেলাওয়াতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সংসদ সদস্য (বগুড়া-৫ ও ৬) এবং বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মাহবুব প্যারিস, আয়োজক আসিফ সিরাজ রব্বানীসহ হযরত ওলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ।
ক্বেরাত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৮০টি মাদ্রাসা থেকে ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মিয়াপাড়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইসমাইল হোসেন (১৬), পিতা হযরত আলী।
প্রধান অতিথি গোলাম মোহাম্মদ সিরাজ প্রথম স্থান অধিকারী মোহাম্মদ ইসমাইল হোসেনের হাতে নগদ ৩০ হাজার টাকা পুরস্কার তুলে দেন। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ১০ জন প্রতিযোগীকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম বলেন, “এই বিজয় শুধু একটি মাদ্রাসার নয়, এটি পুরো ধুনটবাসীর বিজয়। আপনারা দোয়া করবেন, যেন এই মাদ্রাসাকে আরও এগিয়ে নিতে পারি এবং শিক্ষার মান উন্নয়নে আমরা সফল হতে পারি।”
কুরআনের খেদমতে এমন মহতী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।





























