
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
মধ্যনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত এক মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দীর্ঘদিন চিকিৎসা করানোর পরও অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে না পেরে চরম বিপাকে পড়েছিলেন ওই শিক্ষার্থী।
জানা গেছে, আনন্দ মোহন কলেজের মাস্টার্সের শিক্ষার্থীটি কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও অর্থের সংকট কাটিয়ে উন্নত চিকিৎসা নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
এ অবস্থায় শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার সহায়তায় এগিয়ে আসেন মধ্যনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ও মধ্যনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু। তার উদ্যোগে বিভিন্ন নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মোট ৭০ হাজার টাকা সহায়তা পাঠানো হয়।
আহত শিক্ষার্থীর পরিবার জানান,এই সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ। এতে করে তারা এখন উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।
বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মজনু বলেন,“মানুষ মানুষের জন্য। তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত মানবিক নির্দেশনা থেকেই আমরা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আহত শিক্ষার্থীটির দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি। আল্লাহর রহমতে তিনি যেন খুব শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।”





























