
বিশেষ প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় নেতা ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনের বিএনপির দলীয় এমপি প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন’র আমন্ত্রণে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে কামালখানী এলাকার তার নীজ বাসা হাসান মঞ্জিলে আয়োজিত এ আড্ডায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আড্ডায় এলাকার সার্বিক উন্নয়ন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
এ সময় ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজকে সঠিক পথ দেখাচ্ছেন।” তিনি সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আড্ডাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাংবাদিক জীবন আহমদ লিটন, মোতাব্বির হোসেন, আনোয়ার হোসেন, শেখ নুরুল ইসলাম প্রমুখ। এছাড়া হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের বিএনপি প্রার্থীর মিডিয়া ম্যানেজার মোশারফ হোসেন, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, কামরুল হাসান কাজল, মখলিছ মিয়াসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





























