
স্টাফ রিপোর্টারসুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তৃণমূল জনতার আস্থার প্রতীক এম শহিদ বিএনপির মহা-সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।উপজেলার প্রত্যন্ত অঞ্চল, হাটবাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করে তিনি মহা-সমাবেশের বার্তা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে।গণসংযোগকালে এম শহিদ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তার এই নিরলস প্রচারণায় মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে।লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এম শহিদ বলেন,আজকের তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি একটি গণতান্ত্রিক,আধুনিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সিলেটের আসন্ন মহা-সমাবেশে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটি সিলেটবাসীসহ সারা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার বার্তা।তিনি আরও বলেন,তারেক রহমানের নেতৃত্বেই ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার আদায় করতে হবে এটাই আমাদের রাজনৈতিক শক্তি।স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানান,এম শহিদের সরাসরি জনসংযোগ, আন্তরিক আচরণ এবং তৃণমূল মানুষের প্রতি দায়বদ্ধতা তাকে অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। বিশেষ করে তার বক্তব্যে তারেক রহমানের নেতৃত্ব ও তারুণ্যের শক্তি তুলে ধরায় তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।এদিকে শনিবার (১৭ জানুয়ারি) মধ্যনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এম শহিদ মঞ্চে সরাসরি উপস্থিত না থাকলেও তার আহ্বানে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।উপস্থিতরা জানান,এম শহিদের দিকনির্দেশনা ও নেতৃত্বে পুরো আয়োজনটি ছিল শৃঙ্খলাবদ্ধ,আবেগঘন ও অনুপ্রেরণামূলক।মহা-সমাবেশের প্রচারণা থেকে শুরু করে দোয়া-মিলাদ মাহফিল—সব ক্ষেত্রেই এম শহিদের নেতৃত্ব,উদ্যম ও তৃণমূল জনতার প্রতি গভীর ভালোবাসা স্পষ্টভাবে ফুটে উঠেছে। স্থানীয়দের ভাষায়,এম শহিদ এখন মধ্যনগরে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন,যিনি বিএনপির আন্দোলনকে তৃণমূল থেকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাচ্ছেন।





























