
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (২২৪) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আনিসুল হক। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে করে হাওরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই আসনে নির্বাচনী উত্তাপ আরও বেড়ে উঠেছে।সোমবার(২২ডিসেম্বর) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা চত্বর পরিণত হয় বিএনপির শক্তি, ঐক্য ও সংগঠনের দৃশ্যমান প্রদর্শনীতে। স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা যায়। নেতারা জানান, সুনামগঞ্জ-১ আসনে জনগণের আস্থা ও আন্দোলনের প্রতীক হিসেবে আনিসুল হককে সামনে রেখে তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করবেন।মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আনিসুল হক বলেন,এই হাওরাঞ্চলের মানুষের অধিকার,জীবিকা ও মর্যাদা রক্ষার লড়াই আমি কখনো থামাইনি। জনগণের ভালোবাসা ও নেতাকর্মীদের শক্তিই হবে আমাদের বিজয়ের মূল হাতিয়ার। ইনশাআল্লাহ, একটি ন্যায়ভিত্তিক ও উন্নত সুনামগঞ্জ-১ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন।উল্লেখ্য, সুনামগঞ্জ-১ সংসদীয় আসনটি তাহিরপুর, মধ্যনগর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলা নিয়ে গঠিত। হাওরাঞ্চল অধ্যুষিত এই আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আলোচিত আসন হিসেবে পরিচিত।





























