
মো. জুবাইল আকন্দ:
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে তরুণ কবি এমদাদ হোসেনের নতুন কাব্যগ্রন্থ "খুচরো পয়সার মতো তোমাকে জমাই"। প্রেম, প্রকৃতি, একাকীত্ব এবং জীবনের বাস্তবতা একসূত্রে গেঁথেছেন কবি এই বইয়ে।
বইটি প্রকাশ করেছে বাংলাদেশ বুকওয়ার্ম এসোসিয়েশন। মেলায় এটি পাওয়া যাচ্ছে ভূমি প্রকাশনীর ৬০৫-৬০৬ নম্বর স্টলে। এছাড়াও বইটি পাওয়া যাবে বাতিঘর, পিবিএস, পাঠক সমাবেশ এবং রকমারি ডটকমসহ বিভিন্ন অনলাইন বুকশপে। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা।
এই কাব্যগ্রন্থে ভাষার সৌন্দর্য, আবেগের গভীরতা এবং সৃজনশীলতার নিখুঁত প্রকাশ ঘটেছে। প্রতিটি কবিতার শব্দচয়ন এমনভাবে গাঁথা, যা পাঠকের হৃদয়ে গভীরভাবে নাড়া দেবে। চট্টগ্রামের সবুজ প্রকৃতির মাঝে বেড়ে ওঠা এই প্রতিভাবান কবি তার লেখায় প্রকৃতির মাধুর্যকেও ধারণ করেছেন।
লেখক জানান, পড়াশোনা ও খণ্ডকালীন চাকরির পাশাপাশি কবিতাই তার আত্মার মুক্তির পথ। আর সেই পথেই তিনি শব্দের সন্ধানে ছুটে চলেছেন।
কবিতাপ্রেমীদের জন্য "খুচরো পয়সার মতো তোমাকে জমাই" হতে পারে এক অনন্য সংযোজন।







































