
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাব-৯ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন টিকরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৯ এর একটি দল। এ সময় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।র্যাবের উপস্থিতি টের পেয়ে পাঁচজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে একজনের হেফাজত থেকে ৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অন্যরা কৌশলে পালিয়ে যায়।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রবিউল আওয়াল (৩৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার বেতগ্রাম এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাকে এবং জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মেজর শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।





























