
চার হাত এক হতে চলেছে অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার। ২০২৫ সালেই নাকি বিয়ে করছেন এই তারকা জুটি। এরইমধ্যে সকল প্রস্তুতিও শুরু হয়ে গেছে। মুম্বাই শহরে নতুন ঠিকানার খোঁজ শুরু করেছেন তামান্না-বিজয়।
বিলাসবহুল আবাসন কেনার পরিকল্পনা তাদের। বিয়ের পর সেই আবাসনেই একসঙ্গে থাকবেন এ তারকা জুটি। ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছে তারকা জুটির একটি ঘনিষ্ঠজনেরা।
যদিও বিয়ে নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে রেখেছেন তামান্না ও বিজয়। তবে সম্পর্ক নিয়ে রাখঢাক কোনো দিনই করেননি তারা। রেস্তোরা থেকে ফিল্মি পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা দেন। তাদের রসায়নেও মুগ্ধ নেটপাড়া।
২০২২ সালে প্রথম প্রকাশ্যে আসে তামান্না ও বিজয়ের প্রেমসম্পর্কের খবর। এক পার্টিতে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায় দুজনকে। প্রথম দিকে সম্পর্কের খবর প্রকাশ করতে চাননি তারা। নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন।







































