
দীর্ঘ প্রেমের শুভ পরিণয়। বিয়ে করলেন ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বরের নাম জ্যাকি ভগনানি। তিনি একজন প্রযোজক ও ব্যবসায়ী। পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছিলেন। কয়েক বছর প্রেমের পর বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা বিয়ে করেছেন।
ভারতের সমুদ্র নগরী গোয়ায় হয়েছে রাকুল-জ্যাকির জমকালো বিয়ের আয়োজন। সেখানে হাজির হয়েছেন বলিউডের অনেক তারকা। সেই উৎসবমুখর পরিবেশেই মালা বদল করেছেন তারা।
বিয়ের ছবি রাকুল নিজেই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে বেশি কিছু নয়, একটি বাক্য লিখেছে। তা হলো, ‘জ্যাকি এখন এবং চিরদিনের জন্য আমার। ২১-০২-২০২৪; এখন আমরা দুজনই ভগনানি।’
তাদের বিয়ের ছবি দেখে উচ্ছ্বসিত তারকারা। শুভেচ্ছা জানিয়েছেন নয়নতারা থেকে শুরু করে পূজা হেগড়ে, সামান্থা রুথ প্রভু, বিজয় ভার্মা, রাশি খান্না, ম্রুনাল ঠাকুর, রাজকুমার রাওসহ আরও অনেকে।
এদিকে রাকুলের বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ভূমি পেড়নেকর। তিনি তাদেরকে একসঙ্গে দেখে ভীষণ উচ্ছ্বসিত। ইনস্টাগ্রামে ‘দম লাগা কে হায়সা’ তারকা লিখেছেন, ‘আমি কখনও এমন দুজন মানুষ দেখিনি, যাদের মধ্যে এতো মিল! একেবারে একে-অপরের জন্য। আমার প্রিয় দুজনের আগামী জীবনের জন্য অনেক শুভকামনা। রাকুল ও জ্যাকি, তোমাদের দুজনকেই ভালোবাসি। আজকের (২১ ফেব্রুয়ারি) দিনটা খুব জাদুকরি ছিল।’
উল্লেখ্য, বেশ কয়েক বছর আগেই সম্পর্কে জড়িয়েছেন রাকুল প্রীত সিং ও জ্যাকি ভগনানি। তবে ২০২১ সালে তারা সম্পর্কের কথা প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকে লুকোছাপা না করেই প্রেম-পর্ব চালিয়ে গেছেন তারা।
বলা দরকার, ২০০৯ সালে কন্নড় ছবি ‘গিল্লি’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় রাকুলের। এরপর ২০১৪ সালে তিনি ‘ইয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তাকে দেখা গেছে ‘দে দে পেয়ার দে’, ‘রানওয়ে ৩৪’, ‘ডক্টর জি’ ইত্যাদি হিন্দি ছবিতে।







































