
কয়েক বছর ধরে তামিল, তেলেগু আর মালয়ালাম চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন দক্ষিণি অভিনেত্রী শ্রীলীলা। এরই মধ্যে মহেশ বাবু, রবি তেজা, আল্লু অর্জুনের মতো দক্ষিণি তারকাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। চলতি বছরে তার অন্যতম সিনেমা ‘গুন্টুর কারাম’। এই সিনেমায় মহেশ বাবুর বিপরীতে অভিনয় করেছেন শ্রীলীলা। শিগগিরই এই অভিনেত্রীকে দেখা যাবে ‘উস্তাদ ভগৎ সিং’ সিনেমায়। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় তার বিপরীতে আছেন পবন কল্যাণ।
নতুন খবর হলো বলিউডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন শ্রীলীলা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ইতিমধ্যে এ অভিনেত্রীর সঙ্গে বেশ কয়েকটি বলিউড চলচ্চিত্রের জন্য যোগাযোগ করা হয়েছে। তিনি কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠজন গণমাধ্যমে বলেছেন, হিন্দি সিনেমার জন্য মুখিয়ে আছেন শ্রীলীলা। তিনি ১৯৯০ ও ২০০০ সময়ের ক্ল্যাসিক সিনেমাগুলো বেশি বেশি দেখছেন। সূত্রটি আরও জানায়, শ্রীলীলা খুব ভালো একজন নৃত্যশিল্পী, যা তার বলিউড ক্যারিয়ার রাঙাতে ইতিবাচক ভূমিকা রাখবে। একজন বড় পরিচালকের সঙ্গে বলিউডে তার অভিষেক হচ্ছে। ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন অভিনেত্রী শ্রীলীলা। ২০১৯ সালে কন্নড় চলচ্চিত্র ‘কিস’-এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।







































