
লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বাস করেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত ডিসেম্বর মুক্তি পেয়েছে তার সিনেমা ‘মেরি ক্রিসমাস’। কর্মক্ষেত্রের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও লাইমলাইটে থাকেন অভিনেত্রী। তবে যে নামে তার পরিচিতি সেটি তার পছন্দ নয় বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগের মাধ্যমে অভিনেত্রীর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে ক্যাটরিনা জানিয়েছেন, ডাকনাম হিসেবে ‘ক্যাট’ বলে ডাকাটা বড়ই অপছন্দ তার।
ভিডিওতে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছে, নিজের ডাকনাম হিসেবে কোন নামটা পছন্দ? অভিনেত্রী সাফ জানিয়েছেন, ‘ক্যাট নামটা তো মোটেই পছন্দ নয়। সত্যি বলতে ক্যাট নামটা পছন্দ করি না। আমার বেস্ট ফ্রেন্ড আলি আব্বাস জাফর আমাকে যে নামটা দিয়েছে ওই নামটাই পছন্দ। ও আমাকে গোল্ডফিশ বলে ডাকে’।
অভিনেত্রী আরও জানিয়েছেন, গোল্ডফিশের মেমোরি খুব শর্ট হয়। তাই মনে রাখার ক্ষমতাও খুব কম। কয়েক সেকেন্ডের মধ্যে সে সব কিছু ভুলে যায়। বেস্ট ফ্রেন্ড আলি ওই নামটা তাই ব্যবহার করেন অভিনেত্রীর জন্য।
কারণ, অনেক কাজের কথাও মনে রাখতে পারেন না অভিনেত্রী। ২ বছর প্রেম করার পরে ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল।







































