
নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে তুলে নিয়ে রাতভর অমানবিক নির্যাতনের পর পারভেজ (৩০) নামে এক নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে সোনাচড়া এলাকার মেসবাহউদ্দিন ওরফে মেসের মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জ থানার বার্মাশীল এসও এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বন্দর থানার ঢাকেরশ্বরীস্থ বুলবুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘পারভেজ চোর না, সে নির্মাণশ্রমিক। রাতে তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরির মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।’ তিনি ও পরিবারের সদস্যরা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
স্থানীয়দের বরাতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গতকাল রোববার রাতে মেসবাহউদ্দিন তার দুই ছেলেকে নিয়ে পারভেজকে চুরির অভিযোগে আটক করে। পরে তারা রাতভর তাঁকে মারধর করে। সোমবার সকালে গুরুতর আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বাড়ির বারান্দা থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
ওসি লিয়াকত আলী বলেন, “হত্যাকাণ্ডের তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





























