
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন মুরাদনগর উপজেলার সকল সরকারি কর্মচারীরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করে মুরাদনগর উপজেলার সকল সরকারি কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তারা জাতীয় নির্বাচনের আগেই পে স্কেল ঘোষণা করতে সরকারের প্রতি আহবান জানান। দ্রুত দাবি মানা না হলে কঠোর কর্মসুচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়ের লক্ষ্যে গঠিত ‘জাতীয় বেতন কমিশনু২০২৫’ গত ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলেও এখনো কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।


































