
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -ঃ
বোয়ালখালীতে নানান কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা তথা পৌরসভার প্রাচীন ও একমাত্র খ্রীস্টান পল্লীতে খ্রীস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। ধর্মীয় রীতিনীতি ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পুরো পল্লী ও চার্চ সাজ সাজ রবে পরিনত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় বোয়ালখালীর পূর্ব গোমদন্ডীর ৩নং ওয়ার্ডের ১৩ নং ব্রিজের পাশে অবস্থিত খ্রীস্টান ধর্মাবলম্বীদের এ পল্লী ও একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান "সেন্ট ফ্রান্সিস এক্স জেবিয়ার ক্যাথলিক চার্চ" এ প্রতিবেদক সরেজমিনে পরিদর্শন পূর্বক দেখতে পান এ দৃশ্য। এসময় খ্রীস্টান ধর্মাবলম্বীরা সাংবাদিকদের জানান, বড়দিন উপলক্ষে পুরো পল্লী পূর্বদিন গত রাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানাদি ও স্পেশাল খাবার তৈরীতে সবাই মশগুল ছিল। যেহেতু এটি তাদের প্রধান ধর্মীয় উৎসব সেহেতু খ্রীস্টান ধর্মাবলম্বী এ উৎসবে সবাই বাঁধভাঙা আনন্দে মুখরিত হয়।
এদিন খ্রীস্টানদের যাজক ফাদার সিল ভানুস এর
পরিচালনায় সকাল ১০টায় দেশ- জাতি বিশ্বের সকলের মানুষের কল্যাণে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সমবেত প্রার্থনা শেষে সকলে মিলিত হয়ে যীশুর আরাধনায় সমবেত সংগীত পরিবেশন করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক- সভাপতি এবং বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য ও একুশে পদকপ্রাপ্ত ঢোল বাদক বিনয়বাঁশী স্মরণে প্রতিষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস।
এসময় খ্রীস্টান ধর্মাবলম্বীদের একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান সেন্ট ফ্রান্সিস জেবিয়ার ক্যাথলিক চার্চ পরিচালনা কমিটির সভাপতি জন রড্রিক্স,সাধারণ সম্পাদক কিনেন গোমেজ, কোষাধ্যক্ষ টেরেন্টস গোমেজ, মহিলা সদস্য ডেমি রড্রিক্স, শিল্পী রড্রিক্স এসময় উপস্থিত ছিলেন।





























