
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দিনভর নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। দেড়শ’ বছর পুর্তি অনুষ্ঠান শেষ হবে শুক্রবার। একইদিন জেলার আখাউড়া উপজেলার বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শত বছর পুর্তি অনুষ্ঠানের আয়োজন হয়।
সকালে অন্নদা স্কুলের বোর্ডিং মাঠে অনুষ্ঠানের শুরুতে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে ও বিদ্যালয়ের সাফল্যকে সামনে রেখে ডিপপ্লে অনুষ্ঠিত হয়। পরে ঐতিহ্যবাহী লাঠি খেলার প্রদর্শনী হয়। দুপুরে শোভাযাত্রার মধ্য দিয়ে প্রথম পর্বের আয়োজন শেষ হয়। দু’দিন ব্যাপি অনুষ্ঠানে রয়েছে স্মৃতিচারণ, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান, র্যাফেল ড্র, জিপিএ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি’ (আবেশ) এ অনুষ্ঠানের আয়োজন করছে।
১৮৭৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ অনেক গুণীজন ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ওয়াহিদ উদ্দিন বৃহস্পতিবার বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত হতে পারেননি।
এদিকে আখাউড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দিনভর বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এর মধ্যে ছিলো, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, সম্মাননা, বৃক্ষরোপণ ইত্যাদি। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।




































