
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটিবাজারে মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে হয়। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, ইলেকট্রনিক্স, কনফেকশনারিসহ বিভিন্ন রকমের ১০টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কসবা উপজেলার দুটি ইউনিট ও আখাউড়া উপজেলার দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কসবা ফায়ার সার্ভিস এর স্টেশন লিডার নাজমুল হুদা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কসবা ও আখাউড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।





























