
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ
প্রত্যন্ত অঞ্চল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধামাউড়া গ্রাম। ওই গ্রামের সন্তান রিফাদুল ইসলাম সুমন খুনের ঘটনায় বুধবার দুপুরে সেখানকার চকবাজারে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে এসে কাঁদলেন রিফাদুলের মাসহ অন্যান্য স্বজনরা। ওই কর্মসূচিতে সবার মুখে একটাই দাবি হত্যাকান্ডে ড়িতদের গ্রেপ্তার করে দ্রুত সঠিক বিচার।
গত ২৩ নভেম্বর খুন হন রিফাদুল। বাড়ির সামনেই তাকে হত্যা করা হয়। নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভাত খাওয়ার সময় বাড়িতে এলে রিফাদুল প্রতিবেশিদের হাতে হত্যাকান্ডে শিকার হয়। পরিবারের অভিযোগ, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়। রিফাদুল ধামাউড়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, অভিযুক্তরা উচ্চ আদালত থেকে আগাম জামিন এনেছে বলে এলাকায় ঘুরছে। নানা হুমকি-ধামকি দিচ্ছে রিফাদুলের পরিবারকে। আদালতে একটি মিথ্যা মামলা দিয়েছে। রিফাদুলের পরিবার এখন নিরাপত্তহীনতার মধ্যে আছেন।
এলাকার ইব্রাহিম মিয়া নামে এক ব্যক্তি বলেন, ‘একটি হত্যাকাÐ ঘটিয়ে এখন আবার উল্টো মামলা দিয়ে রিফাদুলের পরিবারকে হয়রানি করা হচ্ছে।’ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বার মো. হাবিবুল্লাহ বলেন, ‘প্রকাশে হত্যাকান্ড ঘটানো হলো। আমরা এর বিচার চাই।’ বর্তমান ইউপি মেম্বার মো. হারুণ মিয়া বলেন, ‘আসামীরা বাড়ি লুটপাটের যে অভিযোগ করেছে সেটা ডাহা মিথ্যা।’
মানববন্ধনের এক কোণায় দাঁড়িয়ে কান্না করছিলেন একাধিক নারী। জানা গেলো, তারা রিফাদুলের স্বজন। এর মধ্যে কথা হয় রিফাদুলের দাদী জামেনা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘আমার নাতিরে হেরা মাইরা লাইছে। আমি বিচার চাই। হেরার ফাঁসি চাই।’ হাউমাউ করে কাঁদতে কাঁদতে তাহমিনা বেগম বলেন, ‘আমি আয়াঅ আমার পুলারে বাঁচাইতে পারলাম না। হেরা আমারেও মারছে। আমি সরকারের কাছে বিচার চাই।





























