
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নব নির্বাচিত জিএস সাঈদ বিন হাবিবের নিজ জেলা কিশোরগঞ্জে আগমন উপলক্ষে স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ সংবর্ধনা দিয়েছে তাকে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজার মসজিদের সামনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় মঞ্চ করে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
বাজিতপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হিজবুল্লাহর সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাও. নাজমুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মাও. শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আমীর ডা. ইয়াকুত আলী, নায়েবে আমীর ফারুক আহাম্মদ, সেক্রেটারী ডা. মোবারক উল্লাহ ও সহকারী সেক্রেটারী ডা. নুরুজ্জামান আশরাফসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
নিজ জেলা কিশোরগঞ্জে আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সাঈদ বিন হাবিব। তিনি এসময় বলেন, "শিক্ষার্থীদের ভোটে বিজয়ী হওয়ায় সঠিকভাবে অর্পিত দায়িত্ব যেনো পালন করতে পারি সবাই দোয়া করবেন।"
উপস্থিত জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ জিএস সাঈদকে কাছে পেয়ে উচ্ছ্বাস ও শুকরিয়া প্রকাশ করেন। তারা বলেন, "এভাবেই কিশোরগঞ্জের প্রতিটি মেধাবী কৃতিসন্তান নিজ জেলার সুনাম সারাদেশসহ বহির্বিশ্বে ছড়িয়ে দেক।"




























