
শেরপুর প্রতিনিধি :
ঝিনাইগাতীতে নির্বাচনের ইশতেহার ঘোষণা কে কেন্দ্র সংগঠিত সংঘর্ষের ঘটনায় নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের (৪২) বাড়িতে চলছে শোকের মাতম। মাতৃহীন রেজাউলের বয়োবৃদ্ধ বাবা মাওলানা আব্দুল আজিজ নির্বাক দৃষ্টিতে ছেলের কবরের দিকে তাকিয়ে ছিলেন। যেন চোখের জল শুকিয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের বাড়িতে শোকের ছায়া। বাড়ির ভিতর থেকে মহিলাদের উচ্চ কান্নার আওয়াজ ভেসে আসছিলো। আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা বাড়িতে এসে খোঁজ খবর নিচ্ছিলেন।
কয়েকজন গোর খোদককে কবর খোঁড়ায় ব্যস্ত দেখা যায়। নিহত রেজাউলের মরদেহ এখনও বাড়িতে আসেনি।
এদিকে সকাল ১১ টায় রেজাউলের বাড়িতে শান্তনা দিতে আসেন জেলা জামায়তের আমির হাফিজুর রহমান।
তিনি বলেন, এই হত্যাকান্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু এই হত্যাকান্ডের ভিডিও ফুটেজ আছে। তাই আমরা ভিডিও দেখে হত্যা মামলা দায়ের করবো। প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে কর্মসূচি গ্রহন করা হবে।
নিহত রেজাউল এর শশুর কাকিলাকুড়ার বাসিন্দা হাফেজ মো: আবুবকর বলেন, আমি হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই। উনার স্ত্রী ও ২ সন্তানকে এখন দেখবে কে।
রেজাউলের ছোট ভাইয়ের স্ত্রী বলেন, সুষ্ঠু বিচার চাই। যারা জড়িত তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার চাই।
এদিকে রেজাউলের নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



































