
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপদ (সওজ) অফিসের সামনে পার্কিং করা একটি মিনিবাসে আগুনে গাড়িটির ভেতরের সিট ও গ্লাস পুড়ে গেছে। তবে ঘটনাস্থলে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার ভোর আনুমানিক ছয়টার দিকে চিটাগাং রোড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। মিনিবাসটির নম্বর ঢাকা মেট্রো জ-১১-০৩৩৮।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে মিনিবাসটির চালক গাড়িটি সওজ অফিসের সামনে পার্কিং করে রেখে চলে যান। শনিবার সকালে স্থানীয় লোকজন গাড়িটিতে আগুন জ্বলতে দেখে প্রথমে নিজেরাই নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, আগুনের উৎস কী—যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে থাকা লোকজন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গাড়ির ভেতরের সিটগুলো পুড়ে যায় এবং জানালার গ্লাস ভেঙে পড়ে। তবে গাড়িতে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
ঘটনার পর এলাকা কিছু সময়ের জন্য শঙ্কা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মিনিবাসটি সড়ক থেকে সরানো হয়নি বলে জানিয়েছে পুলিশ।





























