
ইয়ার রহমান আনান:কক্সবাজার ব্যুরো
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক হাজী মনজুর আলম সওদাগরের তৃতীয় পুত্র অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আরফাত সাজ্জাদের সহধর্মিণী অ্যাডভোকেট কানিজ সুলতানা বাংলাদেশ সুপ্রিম কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, অ্যাডভোকেট কানিজ সুলতানা পেশাগত জীবনে দক্ষ, পরিশ্রমী ও মেধাবী আইনজীবী হিসেবে সুপরিচিত। তিনি সাবেক চকরিয়া ও কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল এলাহীর বোন বলে জানা যায়।মেয়েটির বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।
অ্যাডভোকেট কানিজ সুলতানা এর আগে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ও তার স্বামী অ্যাডভোকেট ইয়াসিন আরফাত সাজ্জাদ দুজনেই ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
বর্তমানে তারা দুজনই হাইকোর্ট বিভাগে দেওয়ানি ও ফৌজদারি—উভয় শাখায় আইনচর্চা করে আসছেন।
পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীরা তাদের এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ জীবন ও পেশাগত দায়িত্ব পালনের জন্য দোয়া কামনা করেছেন।





























