
ইয়ার রহমান আনান:কক্সবাজার ব্যুরো
কক্সবাজারের চকরিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রাসেল উদ্দিন ওরফে রিয়াজু'কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে চকরিয়া থানা পুলিশ।
সহকারী পুলিশ সুপার ( চকরিয়া সার্কেল) এর তত্ত্বাবধানে ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজসহ রাসেল ওরফে রিয়াজু নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪ টার দিকে চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডুমখালী রেলস্টেশনের পূর্ব পার্শ্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই আনোয়ার হোসেন ও এএসআই জসিম উদ্দিন।অভিযান চলাকালীন সময়ে পুলিশের সাথে স্থানীয় জনগণও সহায়তা করেন।
গ্রেফতারকৃত রাসেল উদ্দিন ওরফে রিয়াজু ডুলাহাজারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মালুমঘাট ডুমখালী এলাকার নুরুল ইসলাম এর ছেলে।
পুলিশ সূত্র বলছে, রিয়াজু একজন পেশাদার সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন,গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




























